আপনি একটি ওয়েব সাইট বা ব্লগ তৈরির মাধ্যমে অনলাইন থেকে আয় করতে পারেন। অনলাইন আয়ের ক্ষেত্রে এটা সবচেয়ে জনপ্রিয়, নির্ভরযোগ্য, সহজ এবং দীর্ঘমেয়াদী আয়ের মাধ্যম।
একটি ওয়েব সাইট থেকে নানাভাবে আয় করা যায়। যেমন, সরাসরি বিজ্ঞাপন থেকে, গুগল এডসেন্স বা এডসেন্স এর মতো কোন পাবলিশারের এড বসিয়ে বা আপনার সাইটে কোন প্রডাক্ট বা কোন সাইটের এফিলিয়েট মার্কেটিং করে। শুনলে অবাক হবেন। ফেসবুক ২০১৭ সালে তার সাইট থেকে ৩,৪০,০০০ কোটি টাকা রেভেনিউ জেনারেট করেছে। যা ২০১৬-২০১৭ সালের বাংলাদেশের মোট জাতীয় বাজেটের সমান।
আপনার প্রথম কাজ হলো যেকোন একটা বিষয় যেটা আপনি ভাল বুঝবেন বা আপনার জ্ঞান আছে এমন বিষয়ে একটা ওয়েব সাইট তৈরি করা। অবশ্যই এমন বিষয়ে সাইট করবেন যেটা জনপ্রিয় হবে। বাংলাদেশে যেটা বেশি হচ্ছে সেটা হচ্ছে অনলাইন নিউজ এবং ব্লগ। যেমন ধরেন, এসোআয়করি ডট কম, এটা শুধুমাত্র অনলাইন বা অফলাইনে আয়ের বিষয়ে আলোচনা হয়। বিষয়টা ঠিক করে সুন্দর একটা ডোমেইন কিনে সাইট তৈরি করে ফেলুন। কিভাবে সাইট তৈরি করবেন সে বিষয়ে বিস্তারিত খুব শিঘ্রই লিখবো।
প্রথম অবস্থায় আপনার সাইটে ভিজিটর কম থাকবে তাই আপনি গুগল এডসেন্স বা এরকম কোন বিজ্ঞাপন আপনার সাইটে প্রদর্শন করতে পারেন। এতে কিছু কিছু ইনকাম আসতে থাকবে। ভিজিটর যত বাড়বে ইনকাম তত বাড়বে। প্রতিদিন যদি আপনার সাইটে ২০০০ ভিজিটর আসে তাহলে এডসেন্স থেকে যা আয় হবে তা দিয়ে মোটামুটি ছোট পরিবারের সংসার চলবে।
অনলাইনে নানা কোম্পানী, নানা সাইট, হাজার রকম এফিলিয়েট ইনকাম অফার করে থাকে। আপনার সাইটে এফিলিয়েট ব্যানার বসিয়ে সেখান থেকে ইনকাম করতে পারেন। এফিলিয়েট ইনকাম কত হবে সেটা নির্ভর করে সেলের উপর। কোন মাসে এমনও হতে পারে কোন ইনকামই হয়নি আবার কোন মাসে এমন হবে যে এডসেন্সের দ্বিগুন আয় করেছেন। এডসেন্স এবং এফিলিয়েট দুটো একসাথেই করতে পারবেন।
যখন আপনার সাইট অনেক বড় যাবে। অনেক ভিজিটর আসতে থাকবে। তখন আপনি সরাসরি বিজ্ঞাপন নিতে শুরু করবেন। সরাসরি বিজ্ঞাপন পেলে আপনার ইনকাম হবে আরো অনেক বেশি। গুগল এডসেন্স বিজ্ঞাপনদাতা থেকে যা পায় তার ৫৫% আপনাকে প্রদান করবে, আর ৪৫% গুগলের ইনকাম। যখন আপনি সরাসরি বিজ্ঞাপন পাবেন তখন পুরোটাই আপনার ইনকাম।
কিভাবে নিজের সাইটের মাধ্যমে আয় করবেন সে বিষয়ে এ টু জেট টিউটোরিয়াল আসছে । এই পোস্টেই তার লিংকগুলো দেয়া হবে। তাই এই পোস্টটি শেয়ার করে বা সেভ করে রাখুন।
No comments:
Post a Comment
THANKS FOR YOUR COMMENTS