EARN HOW MUCH YOU LEARN, I am a talented, ambitious and hardworking individual, with broad skills and experience in digital and printed marketing, social media and leading projects.Furthermore, I am adept at handling multiple tasks on a daily basis competently and at working well under pressure.A key strength is communication, building strong relationships with people in order to deliver the best results.I am now fully employed by Clearly Presented as a Digital Media Manager.
HEADLINE
ছবি বিক্রি করে অনলাইনে আয় করার উপায়
আপনি কি আপনার তোলা ছবি অনলাইনে বিক্রি করতে চান এবং কিছু টাকা উপার্জন করতে চান? ফটোগ্রাফার হিসাবে, আপনি সহজেই কিছু অতিরিক্ত নগদ টাকা (অথবা এমনকি একটি নতুন কর্মজীবন শুরু করতে পারেন) উপার্জন করতে পারবেন যদি আপনি অনলাইনে আপনার ফটোগ্রাফস গুলো বিক্রি করার জন্য সঠিক স্থানগুলি জানেন। তাই আজকে, আমি আলোচনা করব কিভাবে এবং কোথায় আপনি আপনার তোলা ছবি বিক্রি করতে পারবেন।
যা যা প্রয়োজন?
১. একটি ডিজিটাল ক্যামেরা ।
২. ইন্টারনেট সংযোগ ।
৩. এডবি ফটোসপ ব্যবহার করার অভিজ্ঞতা
যারা এসব ইমেজ কিনে?
অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যারা বিভিন্ন ইমেজ বিক্রি করে । আমাদের দেশে সাধারনত মানুষ কপিরাইট আইন মানে না। কিন্তু উন্নত দেশে ওয়েবসাইট, ক্যালেন্ডার সহ প্রিন্ট মিডিয়াতে অনেক ইমেজ এর দরকার হয় এবং তারা এই ইমেজ গুলো কিনে ব্যবহার করে । তাই ছবির বিদেশে প্রচুর ক্রেতা রয়েছে । আর তারা বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইট থেকে ইমেজ ক্রয় করে থাকে।
আপনি ইচ্ছে করলে ওইসব ওয়েবসাইট এ আপনার তোলা ছবিগুলো আপলোড করে বিক্রি করে টাকা আয় করতে পারবেন ।
কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট এর নাম নিচে দেয়া হল :
১. Shutterstock.com
২. Fotolia.com
৩. Istock.com
৪. Dreamstime.com
৫. 123rf.com
৬. Smugmug.com
৭. Tourphotos.com
৮. 500px.com
এসব এক একটি ওয়েবসাইট এর একেক রকম নিয়ম । সাধারনত ৪-৬ মেগাপিক্সেল এর ইমেজ প্রয়োজন হয়ে থাকে। বিভিন্ন ওয়েবসাইট আপনার ইমেজ বিক্রির উপর আপনাকে কমিশন দিয়ে থাকবে ।
সাধারনত 15% – 70% পয্যন্ত কমিশন দিয়ে থাকে।
ছবি আপলোড করার সময় অবশ্যই ছবির জন্য কিওয়াড দিতে হবে । এটি আপনার ছবি বিক্রি হওয়ার জন্য খুবই গুরুত্বপূন্য।
আপনি যদি একজন দক্ষ ফটোগ্রাফার হন তাহোলে মাসে 300 – 500 ইউএস ডলার আয় করতে পারবেন । তবে একটু সময় দিতে হবে ।
ধন্যবাদ পোস্টটি পডার জন্য। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ।
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment
THANKS FOR YOUR COMMENTS