কোন একটা সাইট এমনভাবে ডেভেলপ করা হয়েছে যেটা অনলাইনে আয় করছে। যে আয় কে বলে রেভেনিউ। আর সে আয়ের ভাগ পাওয়াটাই হচ্ছে রেভেনিউ শেয়ার। অনলাইনে এমন অনেক সাইট আছে যারা আপনাকে আয়ের ভাগ দিবে এই শর্তে যে সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে।
২০১৫-২০১৬ সালে অনলাইনে ব্যপকহারে রেভেনিউ সাইট আসে যার বেশিরভাগই পরবর্তীতে স্ক্যাম করে। এর মধ্যে মাই পেয়িং এডস ( Mypayingads ) নামের সাইটটি বেশি নাম করেছিল। তারা তাদের সাইটে বিজ্ঞাপন থেকে যে আয় করতো তার শেয়ার মেম্বারদের দিতো। তাদের সিস্টেম ভুলের কারনে হোক বা স্ক্যাম করার উদ্দেশ্যেই হোক তারা এই প্রোগ্রাম বন্ধ করে দেয়। সাধারন মেম্বাররা তাদের তাদের ইনভেস্ট হারায়।
এরপর একের পর এক অন্যান্য সাইটগুলোও বন্ধ হতে থাকে। এই রেভেনিউ শেয়ার নামের সেক্টরটাই বিলুপ্ত হয়ে যায়।
এখনও এ ধরনের প্রোগ্রাম আসছে তবে ভিন্ন নামে। ভিন্ন আদলে। কিন্তু লক্ষ্য একটাই। আপনার ইনভেস্ট এবং এরপরে স্ক্যাম।
যাদের মেধা এবং পরিশ্রম করার মানসিকতা আছে তাদের জন্য কোন ধরনের ইনভেস্ট নয়। আপনি পড়তে থাকুন, শিখতে থাকুন, যোগ্যতা তৈরি করতে থাকুন। তারপর ঢুকে যান মার্কেটপ্লেসে। যত দিন যাবে তত আয় বাড়তে থাকবে তোন ধরনের ইনভেস্ট ছাড়াই।
যাদের যাদের পরিশ্রম করার সময় বা যোগ্যতা নাই, যাদের অনেক পুজি আছে, তারাই কেবল ইনভেস্টমেন্ট এ যেতে পারে।
No comments:
Post a Comment
THANKS FOR YOUR COMMENTS